ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কামারখন্দ হাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপাশা হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারার আওতায় এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যবসায়ীকে জরিমানা,পিরানহা মাছ বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত