ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে অপরাধ প্রতিরোধে উন্মুক্ত মতবিনিময় সভা

তাড়াইলে অপরাধ প্রতিরোধে উন্মুক্ত মতবিনিময় সভা

‘মাদকের আগ্রাসন, দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার, জুয়া, চুরি প্রতিরোধে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ধলা ইউনিয়নের বাজার মাদরাসা মাঠে সেকান্দর নগর বাজার বণিক সমিতির আয়োজনে সচেতনতামূলক আলোচনা করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ধলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালতু মিয়ার সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান।

তিনি বলেন, মাদক, জুয়া, চুরি কিংবা সন্ত্রাস-যে কোনো ধরনের অপরাধ সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির। কারণ এইসব অপরাধ প্রতিরোধে পুলিশ একা নয়, সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতার আলোয় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম সমাজে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ তাড়াইল উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক নজরদারি ও অভিভাবকীয় ভূমিকা আরও জোরদার করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা জামায়াতের উলামা পরিষদের সভাপতি এম এ মান্নান, ধলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল বাতেন, সেকান্দরনগর বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল হক সহ ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে তাড়াইল উপজেলা তথা ধলা ইউনিয়ন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা।

সভায় উপস্থিত স্থানীয় জনগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা আর মাদক, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না।

অপরাধ প্রতিরোধ,মতবিনিময় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত