
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টাকালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার হরগজ নদীর উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোনা মিয়া সাটুরিয়া উপজেলার হরগজ নদীর উত্তর পাড় এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলের দিকে ওই শিশু প্রতিবেশীর ঘরে টেলিভিশন দেখতে যায়। ওই ঘরে আগে থেকেই সোনামিয়া টেলিভিশন দেখছিল। এক পর্যায়ে সোনা মিয়া ওই শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সোনা মিয়াকে আটক করে। পরে তারা সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে সোনা মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামিকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।