
সিরাজগঞ্জে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ওসি (ডিবি) একরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩), রাশেদুল ইসলাম (২৩), খামার পাইকশা গ্রামের আইয়ুব আলী (২৪), আজাদুল মেম্বার (৩৭), মোহাম্মদ আলী (২৩), সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্বমোহনপুর গ্রামের শাহা আলী (২৯) ও মোহনপুর গ্রামের বাবু (৩৪)।
ওসি একরামুল হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের উল্লেখিত এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ব্যাপারে ৫ অক্টোবর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবির এসআই নাজমুল হকসহ ডিবি পুলিশের একটি চৌকস দল বুধবার অভিযান চালায়। এ অভিযানে ডাকাতির ঘটনায় ভাইরাল ভিডিওর সূত্র ধরে আশরাফুল ইসলাম, রাশেদুল ইসলাম, আইয়ুব আলী ও আজাদুল মেম্বারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত সাড়ে ২২ হাজার টাকা, ৩টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে র্যাব সদস্যরা বাবু, শাহা আলী ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ৩ জনকে বিজ্ঞ আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এ ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় প্রশংসিত হয়েছে।