ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেতুর অর্ধেক লাইট নষ্ট, রাতের সৌন্দর্য ও নিরাপত্তা হুমকিতে

সেতুর অর্ধেক লাইট নষ্ট, রাতের সৌন্দর্য ও নিরাপত্তা হুমকিতে

চুয়াডাঙ্গার দর্শনার গলাইদড়ি সেতুর ৩১টি সোলার লাইটের মধ্যে ১২টি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় সেতুটি রাতের বেলায় সৌন্দর্য হারাচ্ছে। ফলে সন্ধ্যার পর সেতু এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি বেড়ে গেছে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও।

জানা গেছে, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে ২০২৩ সালের ১৯ অক্টোবর উদ্বোধন করা হয় গলাইদড়ি সেতুর।

এই সেতু নির্মাণের ফলে মুজিবনগর-ঢাকা সড়কপথে যোগাযোগ অনেক সহজ হয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভ্রমণপিপাসু দর্শনার্থী পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে ঘুরতে আসেন এই সেতু এলাকায়।

তবে সম্প্রতি প্রায় অর্ধেক লাইট নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতুর চারপাশে নেমে আসে অন্ধকার। এতে সৌন্দর্য হারানোর পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক দর্শনার্থী সন্ধ্যার আগেই এলাকা ত্যাগ করছেন।

দর্শনার্থী হাসিবুল ইসলাম ও বিল্লাল হোসেন বলেন, “পরিবার ও বন্ধুদের নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি। কিন্তু এখন লাইট না থাকায় সন্ধ্যার পর ভয় লাগে। তাই অন্ধকার হওয়ার আগেই চলে যাই। যদি আলোকসজ্জা ঠিক থাকত, তাহলে আরও সুন্দর লাগত এবং রাতেও এখানে থাকা যেত।”

এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুজাত কাজী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। রাতে আমাদের যাতায়াত কম হওয়ায় খেয়াল করা হয়নি। আপনি জানালেন, এখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। আগামীকালই উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে সোলার লাইটগুলো পরিদর্শন করাব এবং দ্রুত সমস্যার সমাধান করব।”

সৌন্দর্য ও নিরাপত্তা হুমকি,অর্ধেক লাইট নষ্ট,সেতু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত