
কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম বজলু মিয়া (৪৮)। তিনি একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, সকালে বজলু মিয়া মাছ ধরতে চিকনী হাওরে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজলু মিয়ার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা আরও দু’জন জেলে আহত হন। পরে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।