ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে বজ্রপাতে প্রাণ গেল জেলের

তাড়াইলে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম বজলু মিয়া (৪৮)। তিনি একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, সকালে বজলু মিয়া মাছ ধরতে চিকনী হাওরে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজলু মিয়ার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা আরও দু’জন জেলে আহত হন। পরে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাণ গেল জেলের,তাড়াইলে বজ্রপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত