ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মহিষ পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঈশ্বরদীতে মহিষ পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাবনার ঈশ্বরদীতে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন “মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষণ শুরু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশাদুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ খায়রুল বাশার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই, সাভার, ঢাকা। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন।

প্রধান অতিথি ড. মো. আশাদুল আলম মহিষ উন্নয়নের জন্য বিএলআরআই-এর গবেষণা কার্যক্রম ও উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে খামারীদের অবহিত করেন এবং বিজ্ঞানভিত্তিক মহিষ পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ড. মোহাম্মদ খায়রুল বাশার বলেন, মহিষ পালনে উন্নত জাতের ফডার চাষের বিকল্প নেই। সভাপতিত্বকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন খামারীদের যেকোন কারিগরি সমস্যায় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে খামারীরা লাভজনক পদ্ধতিতে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্তকরণ, প্রজনন ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যাবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকা প্রদান বিষয়ে ধারণা লাভ করবেন।

এছাড়া বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাত, দুধালো গাভী এবং প্রজনন উপযোগী ষাঁড় নির্বাচন সম্পর্কেও খামারীরা জ্ঞান অর্জন করবেন।

প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর দায়িত্বে আছেন মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগ, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মানিক মিয়া। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পদ্মা নদীর চর এবং বসত বাড়িতে প্রায় ২ হাজার ৫০০টি মহিষ লালন পালন করছেন খামারিরা, যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে।

প্রশিক্ষণ শুরু,৩ দিনব্যাপী,মহিষ পালন বিষয়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত