ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভিখারীর ঘর থেকে আরো এক বস্তা টাকা উদ্ধার

সিরাজগঞ্জে ভিখারীর ঘর থেকে আরো এক বস্তা টাকা উদ্ধার

সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর ১নং মিলগেট এলাকায় ভিখারী সালেহা পাগলীর ঘর থেকে আরো ১ বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে তার ঘর থেকে মোট ৩ বস্তা টাকা উদ্ধার হলো। তিনি একই এলাকার মাছুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে ভিখারী সালেহার পরিত্যক্ত ঘরের বারান্দার নীচ থেকে আরো ১ বস্তা টাকা উদ্ধার করা হয়।

গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে একই স্থানে ২ বস্তা টাকার সন্ধান পায় স্থানীয়রা। ওইদিন গণনা করে সেখানে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায়।

পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেয়ার জন্য স্থানীয় এক মুরুব্বীর জিম্মায় রাখা হয়।

স্বপ্না খাতুন বলেন, “আমার মা প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে ওই টাকা জমিয়েছেন। তিনি জায়গা-জায়গায় ঘুরে ভিক্ষা করে টাকা পোটলা করে রেখেছেন। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোন কথা ভালোমতো শোনে নাই। তিনি সারাদিন ভিক্ষা করে রাতে ওই মিলগেটের বারান্দায় ঘুমিয়েছেন।”

টাকা উদ্ধার,আরো এক বস্তা,সিরাজগঞ্জে ভিখারীর ঘর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত