ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা মহিলা কলেজের পাশে লাউক্ষেত থেকে নারী গ্রাম পুলিশ আন্না রানী (৩৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার ভরমোহনী মধ্যপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী ও সলঙ্গা ইউপির নারী গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে ওই মহিলা কলেজের পাশে একটি লাউক্ষেতে আন্না রানীর লাশ দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের গলায় জখমের দাগ রয়েছে। তবে মৃত্যু কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মরদেহ উদ্ধার,নারী গ্রাম পুলিশ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত