
চুয়াডাঙ্গায় এমপি-নন এমপি ভুক্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখা। শনিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা শহরের কালেক্টর স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বড় বাজার চত্বরের মুক্ত মঞ্চে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষকরা দাবি তোলে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ বোনাস ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতার টাকা পরিশোধের।
শিক্ষকরা বলেন, “দীর্ঘদিন ধরে সরকার এমপিও শিক্ষকদের সঙ্গে তামাশা করছে। আমাদের দাবি মানতে হবে। ন্যায্য দাবি না মানলে আগামীতে রাজপথে নামবো। আমাদের বছরের ঈদ বোনাস সবকিছু সঠিকভাবে বিতরণ করতে হবে। দেশের যারা উপদেষ্টা তাদেরকে বলি, শিক্ষকরা জাতির কারিগর হিসেবে কাজ করে। চিকিৎসা ভাতা ও ওষুধ ভাতা, বাড়ি ভাড়া ও ১০০ শতাংশ বোনাস আমাদের দাবি মানতে হবে। ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আবার রাজপথে ফিরবো।”
সমাবেশে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, “এই দেশকে এগিয়ে দেয়ার জন্য যাদের নেতৃত্বে দেশের সন্তানরা আলোকিত হয় তারা শিক্ষক। শিক্ষকদের যে যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছে, তা যথেষ্ট গুরুত্বের। যারা জাতি গঠনে ভূমিকা রাখে, তাদের বেতন-ভাতা অর্ধেক দেওয়া যায় না। বর্তমান সরকারকে জানাই, শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে। দেশের জাতি গঠনে ও সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের সর্বোচ্চ সম্মানের ভূমিকায় নিয়ে যেতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন—চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলী, জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ-সভাপতি জহুরুল ইসলাম মামুন, আলমডাঙ্গা নওলামারি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল লতিফ কলম, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান ও প্রিন্সিপাল মাওলানা জুলফিকার আলী, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা ড. রুহুল আমিন, জেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান, জেলা কলেজ পরিষদের সভাপতি ও আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল প্রমুখ।