ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীতে চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে নরসিংদী শহরের সুতাপট্টি এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ফরিদ সরকার।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, জালাল উদ্দিন সরকার সৈরাচার আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। এমনকি আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর আশীর্বাদ নিয়ে ডামি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। বর্তমানে তিনি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চাঁদা না দিলেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সাধারণ মানুষের ওপর চালানো হয় নানা নির্যাতন।

অভিযোগে আরও বলা হয়, এর আগেও নরসিংদীর নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠায় ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করেছে উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়নের আলতাব হোসেন, মোহাম্মদ শাজাহান, আমজাদ হোসেন, আসাদ মিয়া প্রমুখ এলাকাবাসী।

সংবাদ সম্মেলন,চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ,নরসিংদীতে সাবেক চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত