
মুন্সীগঞ্জে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি পরবর্তী ১৮ কার্যদিবস পর্যন্ত চলবে।
এর মধ্যে প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় এবং পরবর্তী ৮ দিন ইপিআই কেন্দ্র ও অস্থায়ী টিকাকেন্দ্রে টিকা প্রদান করা হবে।
সকালে প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এই ক্যাম্পেইনের মুন্সীগঞ্জ জেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ টি এম ওবাইদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী।
এই টিকাদান কর্মসূচিতে এক ডোজ টাইফয়েড কনজুগেট টিকা (TCV) প্রদান করা হচ্ছে, যা প্রায় ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এবং টিকা সংগ্রহে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা Gavi Vaccine Alliance।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিকাদান কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। স্কুল, মাদ্রাসা ও প্রাক্প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা নিতে পারবে বলে জানা যায়।
মুন্সীগঞ্জ জেলায় ৪ লাখ ৬৯ হাজার ৪৯৭ জন শিশু-কিশোরকে টাইফয়েড কনজুগেট টিকা (TCV) প্রদান করা হবে।