ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের মতো চুয়াডাঙ্গায় মাসব্যাপী শুরু হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, টাইফয়েডের টিকা নিলে শিশু কিশোরদের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। তাই টাইফয়েডের এই টিকা খুবই জরুরি। সরকারে যে মহতী উদ্যোগ তা বাস্তবায়ন করতে হবে। এই টিকা পেতে হলে সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তাই টিকা নেওয়াটা সবার জন্য জরুরি। এই টিকা নেওয়ার জন্য সবাইকে সবার জায়গা থেকে প্রচার প্রচারণা করতে হবে। তাহলে সরকারের স্বাস্থ্য সেবাটা আরো বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক বিদুৎ কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

এবার ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন শিশু ও কিশোর একটি করে টাইফয়েড টিকা পাবে।

টাইফয়েড,টিকাদান ক্যাম্পেইন,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত