ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের জাহাঙ্গীরের একটি মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের বেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইঁদুর মারার ফাঁদ,বিদ্যুৎস্পৃষ্ট,চাষি,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত