
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি গ্রামে মাদকের বিরোধিতা করায় সন্ত্রাসীদের মারপিটে আহত যুবক আবু হুরাইরা মিজানের (২৩) মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যায় একই এলাকার নেশাগ্রস্ত সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সে মারা যায়। সম্ভবত, মাদকের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই বিশেষ তদন্ত শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে এ হত্যার ঘটনার প্রতিবাদে রোববার সকালে এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসীর উদ্যোগে এ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।