
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম খন্দকার নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ফুলজোড় নদীর বেড়াবাজুয়া এলাকায় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় শামীম খন্দকারকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।