
‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়।
র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, কারিতাস, ব্রাক, আরডিআরএস, ল্যাম্ব, পল্লীশ্রী, ইএসডিও, টিএমএসএস, এনজিও সমূহ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপসহকারী পরিচালক মো. ফজলুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। আলোচনা সভার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আব্দুল মালেক।