ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা শহরে আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীকে আগুন লাগলে করণীয়, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা দেন।

মহড়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশফাকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান, স্কাউটস প্রতিনিধি মিনহাজ, রেড ক্রিসেন্ট প্রতিনিধি রকিবুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি হাসনাত জাহান খুশবু প্রমুখ।

পালিত,দুর্যোগ প্রশমন দিবস,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত