
কক্সবাজার শহরের লিংকরোডস্থ জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১,৮৮৭ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মানবিক সংগঠন ‘এইড ফর হিউম্যানিটি’।
শনিবার (১১ অক্টোবর) ও রবিবার (১২ অক্টোবর) আয়োজিত এই ক্যাম্পে প্রথম দিনে ৯১১ জন এবং দ্বিতীয় দিনে ৯৭৬ জন রোগী চিকিৎসা সেবা নেন।
এতে নারী, শিশু, চর্ম, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞসহ ঢাকাফেরত ১৩ সদস্যের একটি চিকিৎসক দল অংশ নেয়। রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন এইড ফর হিউম্যানিটি-এর চেয়ারম্যান সাআদ নিজামী। তিনি বলেন, “অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি স্থায়ী হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইড ফর হিউম্যানিটি-এর উপদেষ্টা ও জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার-এর প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান এবং বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
আগে থেকেই এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয় এবং টোকেন ও সময় নির্ধারণ করে রোগীদের সেবা দেওয়া হয়, যাতে কেউ ভোগান্তিতে না পড়েন।
সুশৃঙ্খলভাবে পরিচালিত এই জনসেবামূলক উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।