ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সোমবার (১৩ অক্টোবর) জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রবি ২৫-২৬ মৌসুমে সারের পর্যাপ্ততা, এর সঠিক ব্যবহার এবং কৃষির আধুনিক প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলাম, বারি পিএসও হেড কুষ্টিয়া মো. মাহবুবুর রহমান দেওয়ান, চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের পরিচালক সেন দেবাশীষ, এডিডি (পিপি) ডিএই চুয়াডাঙ্গা মিঠু চন্দ্র অধিকারী, চুয়াডাঙ্গা সদর কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসিফ ইকবাল, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার, বিভিন্ন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।

সভায় সভাপতি মো. মাসুদুর রহমান সরকার জানান, চুয়াডাঙ্গায় সারের কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, গত বছরের তুলনায় এ বছর সরকার চুয়াডাঙ্গায় সারের বেশি বরাদ্দ দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সার কারসাজি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি কৃষকদের তাদের জমিতে সারের সঠিক ব্যবহার এবং গুজবে কান না দেওয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমসহ সকলকে সারের সুষম বন্টন প্রচারের জন্য অনুরোধ করেন। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।

বারি পিএসও হেড কুষ্টিয়া মো. মাহবুবুর রহমান দেওয়ান বলেন, সারের অতিরিক্ত ব্যবহারের কারণে মূলত সারের চাহিদা বেশি মনে হচ্ছে। তিনি সতর্ক করে জানান, অতিরিক্ত সার ব্যবহারের ফলে জমির ক্ষতি হচ্ছে এবং পরবর্তীতে আবার আবাদ করতে অতিরিক্ত সার প্রয়োজন হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, আবাদি জমির পাশাপাশি পুকুরে মাছ চাষ ও তামাক আবাদসহ কিছু ক্ষেত্রে বেশি সার ব্যবহার করা হচ্ছে, যা বরাদ্দকৃত পরিমাণের বাইরে। এতে কৃষকদের উৎপাদন খরচও বাড়ছে।

সভায় নতুন ফসলের জাত নিয়ে আলোচনা করা হয় এবং চুয়াডাঙ্গার কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকল কর্মকর্তা জেলার কৃষকদের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

লক্ষ্যমাত্রা নির্ধারণ,ভুট্টা চাষ,চুয়াডাঙ্গায় ৪৭,৯৫২ জমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত