
নোয়াখালীর বেগমগঞ্জে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছেন উপজেলার একলাশপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারে একলাশপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক শামসুদ্দিন, রুহুল আমিন চৌধুরী, প্রভাষক ফখরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, মারজাহান বেগমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের নিকট আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা আর কোনো প্রতিশ্রুতি চাই না, এবার দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন দেখতে চাই।”
শিক্ষার্থীরা বলেন, “আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হলে আমরা ক্লাসে ফিরব না, ক্লাস বর্জন করব। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে তাদের পাঠদান স্বাভাবিক করতে হবে।”
মানববন্ধনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।