ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

সখীপুরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়নের একটি গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ফজলু মিয়াকে (৩৫) একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন।

ফজলু দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং প্রতিমা বংকী গ্রামের আমজাদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মেয়েটির মা সকালে তার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে মেয়েটির সম্পর্কের চাচাতো মামা ফজলু মিয়ার সঙ্গে দেখা হয়।

মামা মেয়েটিকে মাদ্রাসায় পৌঁছে দেবেন বলে মেয়ের মা বাড়িতে ফিরে যান। মাদ্রাসার কাছাকাছি পৌঁছানোর আগে ফজলু মিয়া মেয়েটিকে চকলেট ও আইসক্রিমের প্রলোভন দেখিয়ে সড়কের পাশে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

পরে ওই শিশুটি মাদ্রাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। কারণ জানতে চাইলে শিশুটি হুজুরদের কাছে ঘটনার বর্ণনা দেয়।

শিশুটির মা জানান, “মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনার বিচার চাই।”

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মতিন বলেন, “ঘটনা শোনার পর ফজলুকে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শিশু ধর্ষণের অভিযোগ,শ্রমিকদল নেতার বিরুদ্ধে,সখীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত