
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস (৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং একই এলাকার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি সোমবার রাতে বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের ছোনকা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় ওইদিন রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে ষোলমাইল মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তার জানাজায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, বিএনপি নেতা ভিপি আয়নুল হক, মোশাররফ আকন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।