
সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের নিচে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক মোবারক আলী সুজন (৩০) কে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তিনি একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় পুলিশ তুষার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সম্ভাব্য দলীয় বিষয় নিয়ে দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে।
এরই জের ধরে সোমবার বিকেলে উভয়গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওইদিন রাতে ইলিয়ট ব্রিজের নিচে তাকে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনায় জড়িত তুষারকে গ্রেপ্তার করেছে।