
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, দৃষ্টিহীনদের আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস এবং সামাজিক অন্তর্ভুর্ক্তি বৃদ্ধিতে সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয়, বরং পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল।
বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্মার্ট ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, দৃষ্টিহীনদের আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস এবং সামাজিক অন্তরর্ভুক্তি বৃদ্ধিতে সাদাছড়ি কেবল একটি সরঞ্জাম নয়, বরং পৃথিবী বদলে দেওয়ার এক আলোর মশাল। যেখানে দৃষ্টিশক্তির অভাব, কখনই একটি যাওয়ার পথে বাঁধা হতে পারে না। আসুন, প্রত্যেকে এক ধাপ এগিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়াই। কারণ সমাজ তখনি উন্নত হয় যখন কেউ পিছিয়ে থাকে না।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, সমাজসেবা অফিসার মাহমুদা নুসরাত জাহান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপী) ডাঃ মোঃ নাসিম।