ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) শহরের প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, সংগঠনের প্রচার সম্পাদক মো. রুকন উদ্দিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের প্রতিনিধি।

বক্তারা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার জরুরি। জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি শুধু দলের নয়, দেশের সচেতন জনগণের আকাঙ্ক্ষা। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে চাই। দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনি পরিবেশ তৈরির জন্য আমরা এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ।

এসময় নেতৃবৃন্দ গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া,জামায়াতে ইসলামী,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত