ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার আয়োজন করেন জেলা প্রশাসক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

সভার শুরুতে প্রতিবন্ধী সেবার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এরপর সভায় প্রতিবন্ধীদের সেবাকার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আজ বুধবার সারাদেশের মতো করে যথাযথ মর্যাদায় সাদাছড়ি দিবস পালন সম্পন্ন করা হলো। দেশে বর্তমানে প্রতিবন্ধীদের সংখ্যা বাড়ছে। প্রতিবন্ধীদের সাথে কখনো খারাপ আচরণে কথা বলা যাবে না। তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। প্রতিবন্ধী শিশুদের মানুষ করার পেছনে বাবা মায়ের অবদান তুলনা করা যায় না। প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তাই সবার প্রতি এটি আহ্বান, সরকারের পাশাপাশি সবাই মিলে প্রতিবন্ধী সেবা আরও গতিশীল করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী পরিচালক আইনাল হক, জেলা প্রতিবন্ধী ও সমাজ সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. নুর আলম আকাশ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা প্রমুখ।

সভা শেষে জেলার বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল সাদাছড়ি তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা,সাদাছড়ি নিরাপত্তা দিবস,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত