
চুয়াডাঙ্গায় জুলাই সনদের আইনভিত্তি এবং পিআরসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে পৃথক ব্যানারে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির এ্যাড. রুহুল আমিন, সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর এ্যাড. হাসিবুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন— সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ তুষার ইমরান সরকার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা পিআরসহ ৫ দফা দাবি তুলে ধরেন। ৫টি দাবি হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আয়োজন করা; গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; জুলুম-নিযাতন, গণহত্যা ও দুনীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।