ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

একটি পারিবারিক দ্বন্দ্বের ঘটনায় যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার সকালে প্রেসক্লাব বেনাপোলে সংবাদ সম্মেলন করেন শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের আফম নেছার আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ।

তিনি লিখিত বক্তব্যে জানান, ২১ জুলাই তার বোন ও বোনের জামাই ফোনে ১০ লাখ টাকা দাবি করেন। তার বোনের ছেলে ঢাকায় তার কাছ থেকে পড়ালেখা করছে।

অর্থ লেনদেনকে কেন্দ্র করে তার বোন ২৮ সেপ্টেম্বর তার বাগআচড়া বাড়িতে গিয়ে মেইন গেট আটকিয়ে ঘরের মধ্যে ব্লেড দিয়ে নিজ মাথা কেটে শার্শা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনায় ব্লেড দিয়ে মাথা কাটার ভিডিও ক্লিপ তাদের কাছে আছে।

সাংবাদিক সম্মেলনে আসাদুজ্জামান প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, মিথ্যা অভিযোগ থেকে তাদের পরিবারকে পরিত্রাণ দিতে সহায়তা করা হোক।

এসময় উপস্থিত ছিলেন প্রতিবেশি জাকির হোসেন, মুজিবর রহমান ও তার স্ত্রী নুরজাহান খাতুন।

সাংবাদিক সম্মেলন,ভুক্তভোগী,বেনাপোলে পারিবারিক দ্বন্দ্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত