ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘একজন হাত ধোয়া বীর হোন!’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিয়াম স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় নানা আয়োজন।

আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাত ধোয়া কর্মসূচিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থীসহ সব স্তরের মানুষ অংশ নেন।

কক্সবাজারের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটির আয়োজনে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও এনজিও হাইসাওয়াসহ কক্সবাজারে বিভিন্ন ওয়াশ সেবাদানকারী প্রতিষ্ঠান।

এদিন সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর হাতধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ প্রতিনিধি রাফায়েল নওরোজ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া, হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক মণ্ডল, বিয়াম স্কুলের অধ্যক্ষ শরীফুল হাসান, অক্সফামের প্রতিনিধি জোবাইদা আক্তার ও পুলিশ পরিদর্শক শেখ গণি মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব বলেন, ‘হাত আমাদের কাজের প্রতীক, আবার অসুস্থতারও বাহক। তাই সবাইকে হাতের পরিচ্ছন্নতায় সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বও। স্বাস্থ্যই আমাদের সম্পদ, আর স্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ হচ্ছে হাত ধোয়া।’

ইউনিসেফ প্রতিনিধি রাফায়েল নওরোজ বলেন, ‘হাত ধোয়া শুধু স্বাস্থ্যবিধি নয়, এটি মানবিকতার প্রতীক। আমরা যদি প্রতিদিন সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুতে পারি, তাহলে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের হিরো হতে চাও।’

বিয়াম স্কুলের অধ্যক্ষ শরীফুল হাসান বলেন, ‘বিশ্বে প্রতিবছর যেসব মানুষ সংক্রামক রোগে মৃত্যুবরণ করে, তার অন্তত ৫০ শতাংশ মৃত্যুরোধ করা সম্ভব নিয়মিত হাত ধোয়ার অভ্যাসের মাধ্যমে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিদিন প্রায় ৮ লাখ মানুষ ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হয়, যার মধ্যে অধিকাংশই শিশু। অথচ নিয়মিত সাবান দিয়ে হাত ধুলে এসব সংক্রমণের ৩০–৪০ শতাংশ রোধ করা সম্ভব।

কক্সবাজারের স্থানীয় শিক্ষার্থীরা অনুষ্ঠানে বলেন, ‘আমরা প্রতিদিন স্কুলে, বাসায় ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবো এবং পরিবারকেও সচেতন করব।’

প্রসঙ্গত, বৈশ্বিক ওয়াশ ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০০৮ সালে প্রথম বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বের ২০০টিরও বেশি দেশে এ দিবস উদ্‌যাপিত হয়, যার লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি ও সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।

কক্সবাজারে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে এনজিও হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক মণ্ডল আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে, যা একটি পরিষ্কার ও সুস্থ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাত ধোয়ার গুরুত্ব নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কক্সবাজার,হাত ধোয়া দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত