ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরায় আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা থেকে শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই ধারে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সড়ক ও জনপথ বিভাগ শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ।

উচ্ছেদ অভিযানে এসময় সাতক্ষীরা র‌্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।

সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত সড়কের দুই ধারের থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এদিকে, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

প্রসঙ্গত, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা থেকে শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।

সাতক্ষীরা,মহাসড়ক,অবৈধ স্থাপনা,উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত