ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলমডাঙ্গায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৭০ জন বসতবাড়ি চাষযোগ্য সবজি চাষি, ১৩০ জন লাউ চাষি, ২৩০ জন বেগুন চাষি, ২৩০ জন মিষ্টি কুমড়া চাষি এবং ২৩০ জন শসা চাষিকে বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা,কৃষক,বীজ ও সার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত