ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালমারী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ছাত্রদল নেতার মতবিনিময় 

বোয়ালমারী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ছাত্রদল নেতার মতবিনিময় 

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকতের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ২৪-এর গণঅভ্যুত্থানের নেতা বুরহান উদ্দিন খান সৈকত বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির ক্রিকেটার।

মতবিনিময়কালে বুরহান উদ্দিন খান সৈকত বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বারবার কারাবরণ ও হামলার শিকার হয়েছি। অসংখ্য মামলার আসামি হয়েছি। তবুও দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে একদিনের জন্যও রাজপথ ছেড়ে যাইনি।”

তিনি আরও বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনে সব সময় নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজের জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, উপজেলা প্রতিনিধি আল মামুন রনি, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মদ ইমরান প্রমুখ।

ছাত্রদল নেতার মতবিনিময়,বোয়ালমারী প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত