ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জে কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জে কাজিপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে এ বীজ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া ও কৃষি অফিসার শরিফুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদসহ উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় ১৩০ জন কৃষকের মাঝে লালশাক, পালংশাক, মটরশুঁটি, লাউ, মুলা, বেগুন ও বাটিশাকের বীজ ও সার বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ,কৃষক,বীজ ও সার,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত