
যমুনা বিধৌত সিরাজগঞ্জের যমুনা নদীতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের গানম্যান আনসার সদস্যের শটগান এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চৌহালী থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান স্পিডবোটে করে নদীতে একটি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় উপজেলার শৈলজানা চর এলাকায় পৌঁছলে স্পিডবোটটি উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা নির্বাহী অফিসারসহ চারজন নদীতে পড়ে যান এবং স্থানীয়রা তাদের উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পান।
এ অভিযানে অংশ নেয়া উপজেলা নির্বাহী অফিসারের গানম্যান তবিবুর রহমানের ব্যবহৃত শটগান পানিতে নিখোঁজ হয়। ওই সময় বহু খোঁজাখুঁজি করে তা আর উদ্ধার করা যায়নি। পরবর্তীতে টাঙ্গাইল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ওই শটগান উদ্ধারে ব্যর্থ হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও। এ কমিটি ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।