ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় এলজিইডির দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

সাটুরিয়ায় এলজিইডির দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় এলজিইডির সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় সাটুরিয়া উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেটস টিম লিডার মহিদুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম নূরুল হক, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, উপজেলা জামায়াতের আমির আবু সাইদ বিএসসি-সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলী নুর রতন বক্স, বরাইদ চেয়ারম্যান গাজী আব্দুল হাই, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, ধানকোড়া চেয়ারম্যান মো. আব্দুর রউফ, তিল্লি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ধলা, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

কর্মশালায় উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় সাটুরিয়া উপজেলায় এলজিইডির ৪৬.২৯ কিলোমিটার গ্রামীণ সড়কের মাষ্টারপ্লান উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, এ সড়কগুলি এডিপির আওতায় ধারাবাহিকভাবে নির্মাণ করা হবে।

সাটুরিয়া,এলজিইডি,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত