
সিরাজগঞ্জে বিএনপি নেতা সুজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ভ’ইয়া সেলিম, মুন্সি জাহেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সুজনের ওপর এ হামলায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ক্ষোভ থেকেই আয়োজিত হয় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রাজনীতিতে মতভেদ থাকতে পারে। কিন্তু প্রাণনাশের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে সুজনের ওপর হামলা চালানো হয়েছে।
এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।