ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ

ঈশ্বরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিনের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. ধীমান তানভীর স্বাক্ষর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. এখলাছুর রহমান, ঈশ্বরদী পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুজন কুমার রায়।

ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ জন কৃষক-কিষানি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে কৃষকদের পেঁয়াজ, রসুন, মৌরি, আদা, হলুদ, কালোজিরা, জিরার উন্নত জাতের উৎপাদন প্রযুক্তিও আধুনিক চাষাবাদ প্রযুক্তি, সম্পর্কে কৃষকদের অবগত করানো হয়।

বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ সমাপ্তির সময় প্রশিক্ষণার্থীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা মসলা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

ঈশ্বরদী,মসলা,কৃষক প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত