
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির এক কর্মীসভায় ওই ওয়ার্ড জামায়াতে ইসলামী’র আমির আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। তিনি যোগদানকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং তাদের বিএনপির পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে তার সঙ্গে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা—সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন তিনি।