ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর পরিচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর পরিচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

গত ৫ অক্টোবর (রবিবার) ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে মানিকগঞ্জের সিভিল সার্জনকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর পরিচালক শফিকুল ইসলাম সরকারি গাড়ি ব্যবহার করে শিবালয় উপজেলার আরিচা ঘাটে মাছ কিনতে যান। হাসপাতাল থেকে আরিচা ঘাটের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। যাওয়া–আসা মিলিয়ে ৫২ কিলোমিটার পথ তিনি সরকারি গাড়িতে ব্যক্তিগত কাজে ভ্রমণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি গাড়িতে মাছ কেনার সেই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হয়। ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিক দেওয়ান আবুল বাশারের নেতৃত্বে সাংবাদিকদের একটি অনুসন্ধানী দল এ নিয়ে অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। এর জেরেই ৫ অক্টোবর বিষয়টি তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখা ঘটনাটির নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সুজন মানিকগঞ্জের সভাপতি প্রফেসর ইন্তাজ উদ্দিন বলেন, “তদন্তের নির্দেশ স্বাস্থ্য বিভাগের একটি ইতিবাচক পদক্ষেপ। এভাবে প্রতিটি অভিযোগে ব্যবস্থা নিলে অনিয়ম অনেক কমে আসবে।”

এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তের নির্দেশ পেয়েছি। যথাসময়ে তদন্ত প্রতিবেদন বিভাগীয় দপ্তরে জমা দেওয়া হবে।”

তদন্তের নির্দেশ,পরিচালকের বিরুদ্ধে,সংবাদ প্রকাশের পর,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত