ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রামুতে রেলে কাটা পড়ে যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন

রামুতে রেলে কাটা পড়ে যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন

কক্সবাজারের রামুতে রেলে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে রেল পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মনসুর (২৪) রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, চট্টগ্রাম অভিমুখী প্রবাল এক্সপ্রেস এর নিচে চাপা পড়ে মো. মনসুর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। রেলের চাপায় তার দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মো. ইউনুস এক ছেলে, এক মেয়ের জনক। কিভাবে দুর্ঘটনা সংগঠিত হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

রামু,রেল,যুবকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত