ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অলিপুর-সড়াতৈল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জে অলিপুর-সড়াতৈল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর-সড়াতৈল সড়কের মাত্র ৫’শ মিটার কাঁচা রাস্তায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধি ও প্রশাসন বরাবর অভিযোগ করেও কাজে আসেনি। এতে কমপক্ষে ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অলিপুর-সড়াতৈল সড়কটি উত্তরবঙ্গের মহাসড়কের সাথে সংযুক্ত। প্রতিদিনই হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করছেন। কিন্তু এ সড়কের সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তা রয়েছে। সামান্য বৃষ্টি ও বর্ষা মৌসুমে এ কাঁচারাস্তা চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে এবং বৃষ্টির সময় ওই কাঁচারাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টি হয়। এতে ১ ঘন্টা রাস্তা চলাচলে প্রায় ২ ঘন্টা সময় লাগে। এ রাস্তার দক্ষিণ পশ্চিমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে মাত্র ৫০ মিটার রাস্তা এমন অবস্থার সৃষ্টি হলেও অভিযোগ করেও কাজ হচ্ছে না। তবে প্রশাসনের লোকজন পরিদর্শন করে গেলেও সড়কটি বাস্তবায়নের ব্যবস্থা এখনও পরিলক্ষিত হচ্ছে না। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ রাস্তার প্রায় দেড় কিলোমিটার অংশ পাকাকরণের কাজ করা হয়। তবে সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। এ অংশে বর্ষা ও বৃষ্টির সময় কাঁদা জমে ওঠে। এতে যানবাহন চলাচলসহ এলাকার ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ছোটখাটো যানবাহন রেখে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।

সড়াতৈল মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, অলিপুর-সড়াতৈল সড়ক দিয়ে এ অঞ্চলের অলিপুর, বাগদা, চরবাগদা, রশিদপুর, বোয়ালিয়া, বড়হর, পাগলা বোয়ালিয়া ও গুয়াগাঁতি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন হাটিকুমরুল মহাসড়কে যাতায়াত করেন এবং এ সড়ক দিয়েই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং স্থানীয় লোকজন হাট-বাজারসহ বিভিন্ন কাজে ওই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু এ সড়কের মাত্র ৫০০ ফিট রাস্তা কাঁচা থাকায় জনদুর্ভোগের শেষ নেই।

এ বিষয়ে সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রেজাউর রহমান বলেন, অলিপুর-সড়াতৈল সড়কের ওই অংশে দুর্ভোগের বিষয়ে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,সড়ক,জনদুর্ভোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত