ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাতের লেখা প্রতিযোগিতায় ৩০ শিক্ষার্থী পেলো বই ও গাছ উপহার

হাতের লেখা প্রতিযোগিতায় ৩০ শিক্ষার্থী পেলো বই ও গাছ উপহার

মুন্সীগঞ্জের পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ কুঁড়ি বাংলাদেশ’-এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. মাইনউদ্দিন পুস্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. ফারজানা আখতার আইরিন।

সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা, হাতিমারা বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন শেখ, সমাজসেবক আওলাদ মোল্লা, ব্যাংকার শরীফ হোসেন সবুজ, সাবেক সেনা সদস্য মো. কবির বেপারি, ব্যবসায়ী মিজানুর রহমান, সবুজ কুঁড়ি বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন আক্তার, সদস্য মো. আশিকুর রহমান, শিক্ষক ইতি আক্তার ও শিক্ষক সাদিয়া আক্তারসহ অন্যান্যরা।

এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই ও ফলজ গাছের চারা প্রদান করেন অতিথিবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বই ও গাছের চারা পেয়ে আনন্দের অনুভূতি প্রকাশ করে।

বই ও গাছ উপহার,৩০ শিক্ষার্থী পেলো,হাতের লেখা প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত