
একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হলো ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’।
শনিবার (১৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ পৌর অডিটরিয়ামে এই মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এতে ২৫০ এর অধিক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরণ করা হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন উপহার হিসেবে প্রদান করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
এছাড়াও, আয়োজনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা।