
ঢাকার উত্তরখান কাচকুড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. সজিব ওরফে সাইফুলকে (৩৪) ১৭ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় র্যাব ১৪ এর একটি বিশেষ অভিযানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে অধ্যায়নরত ভিকটিমের সঙ্গে ধৃত অভিযুক্ত মো. সজিব সাইফুলের এক বছর পূর্বে পরিচয় হয়। গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় ভিকটিম বাড়ি থেকে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যা অবধি ফেরত না আসায় আত্মীয়স্বজন সম্ভাব্য স্থানে খোঁজ করে, কিন্তু সন্ধান না পেয়ে শেরপুর জেলার শ্রীবরদী থানায় ভিকটিমের পিতা সাধারণ ডায়েরি করেন।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দুপুর অনুমান ১ ঘটিকায় ভিকটিম আকস্মিকভাবে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে।
ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত অভিযুক্ত ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় স্কুলে যাওয়ার পথে সিএনজি যোগে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।
অভিযুক্ত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ হতে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ পর্যন্ত ঢাকায় অজ্ঞাত স্থানে রেখে নাবালিকা ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। পরে অভিযুক্ত নাবালিকাকে বিবাহ না করে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রেখে কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শেরপুর জেলার শ্রীবরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নং-১৮, তারিখ-২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি, ধারা-৭/৯(১) নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।