
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহাল এলাকার একটি ডোবা থেকে মানুষের পায়ের ২টি হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে ওই ডোবার মধ্যে কচুরিপানার ভেতরে স্থানীয়রা মানুষের পায়ের ২টি হাড় দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড় দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাড় উদ্ধার হলেও কঙ্কাল পাওয়া যায়নি। এ ঘটনার প্রকৃত রহস্য এখনও উদঘাটন সম্ভব হয়নি।
তবে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।