ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি লিটন (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। লিটন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিক চকগ্রামের নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ১১০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, লিটন দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক কারবারি গ্রেপ্তার,হেরোইনসহ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত