
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে পৌর এলাকার উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভার সাবেক প্যানেল মেয়র গোলাম রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফাই এখন দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। সব ধরনের বাধা উপেক্ষা করে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ জানে না ‘পিআর’ কী, অথচ তা নিয়ে একটি মহল রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, ডা. আব্দুল আজিজ, আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ হোসেন, রিফাত হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।