ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে কম্পিউটার বেইজ আইএল এক্সাম সেন্টার চালু

মৌলভীবাজারে কম্পিউটার বেইজ আইএল এক্সাম সেন্টার চালু

মৌলভীবাজারে প্রথম বারের মতো হেক্সাস এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএল এক্সাম সেন্টার।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাহ মোস্তফা গার্ডেন সিটিতে হেক্সাস ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক্সাম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভলপমেন্ট পরিচালক তাহনি ইয়াসমিন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হেক্সাস এডুকেশনের প্রধান নির্বাহী মো. হুমায়ুন কবির, মো. সুলতান আহমেদ, হেক্সাস এডুকেশনের চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, হেক্সাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, হেক্সাসের পরিচালক মো. জুবের আহমেদ, সাংবাদিক আহমেদ ফারুক মিলাদ ও মো. মাহবুবুর রহমান রাহেল।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার,কম্পিউটার,এক্সাম সেন্টার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত