
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার ঘুড়কা সমবায় পাম্প এলাকায় চোর সন্দেহে যুবক ইকবাল হাসান (১৯) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শাহজাদপুর উপজেলার লুকালিয়া গ্রামের শাহ জামালের ছেলে ও ওই পাম্পের কর্মচারী শাকিল (২৪)।
সলংগা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৩ অক্টোবর রাতে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় মানসিক প্রতিবন্ধী যুবক ইকবাল হাসান ওরফে ইউসুফ ঘোরাফেরা করছিল। এ সময় তাকে চোর সন্দেহে লোহার রড ও প্লাস দিয়ে বেদম মারপিট ও বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ এবং পরবর্তীতে বগুড়া শজিমেক হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তিনি ঘুড়কা বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে।
এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শনিবার রাতে অভিযান চালিয়ে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয় বলে তিনি উল্লেখ করেন।